বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল (BNMC) কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী
মার্চ–২০২৬ সেশনের ডিপ্লোমা ইন নার্সিং, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ও পোস্ট বেসিক কোর্সের পরীক্ষার্থীদের জন্য ফিঙ্গারপ্রিন্ট ও লাইসেন্স সংক্রান্ত কার্যক্রম শুরু হয়েছে।
🗓 অনলাইন আবেদন:
➡ ২৮ জানুয়ারি ২০২৬ থেকে ২২ ফেব্রুয়ারি ২০২৬ (সকাল ০৮:০০ পর্যন্ত)
🗓 হার্ডকপি জমা শেষ:
➡ ২৪ ফেব্রুয়ারি ২০২৬ (বিকাল ৩:০০ পর্যন্ত)
পরীক্ষার তারিখ ও সময়:
➡ ১৩ মার্চ ২০২৬ (শুক্রবার)
সকাল ১০:০০ – ১১:১৫
পরীক্ষার ফি: ১,০০০ টাকা (মাত্র)
📌 আবেদন করতে প্রয়োজনীয় কাগজপত্র:
✔ SSC ও HSC মার্কশিট/সার্টিফিকেট
✔ ছবি ও স্বাক্ষর
✔ জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন
✔ BNMC স্টুডেন্ট রেজিস্ট্রেশন
✔ অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট
ভুল বা অসম্পূর্ণ আবেদন গ্রহণযোগ্য হবে না।
যারা অনলাইনে আবেদন করতে সমস্যায় পড়ছেন,
TMSS Nursing Institute, Dhaka থেকে পাচ্ছেন সম্পূর্ণ সহযোগিতা — ফরম পূরণ থেকে কলেজ চয়েস পর্যন্ত।
যোগাযোগ করুন আজই
আপনার স্বপ্নের নার্সিং ক্যারিয়ার গড়তে আমাদের পাশে রাখুন।
নার্সিং — একটি মানবিক পেশা, একটি সম্মানজনক ভবিষ্যৎ।