Admission Information
কোর্সের নাম
ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি।
কোর্সের মেয়াদ ও আসন সংখ্যা
কোর্সের মেয়াদ ০৩ (তিন) বছর এবং আসন সংখ্যা ৪০ (চল্লিশ) টি।
ভর্তির যোগ্যতা
যে কোন শিক্ষাবোর্ড থেকে ২০১৭/২০ ইং এ অনুষ্ঠিত এস এস সি বা সমমানের নূন্যতম জিপিএ (Grade Point Average) ২.৫০ এবং ২০১৯/২০২০ ইং এ অনুষ্ঠিত এইচ এস সি বা সমমানের পরীক্ষায় নূন্যতম জিপিএ (Grade Point Average) ২.৫০ থাকতে হবে এবং কোন অবস্থাতেই এস এস সি/এইচ এস সি পরীক্ষায় ২.৫০ নীচে গ্রহণযোগ্য হবে না। প্রার্থীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক, অবিবাহিত এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখে আবেদনকারীর বয়স সর্বোচ্চ ২২ বছর হতে হবে।
আবেদন পত্র সংগ্রহ
ভর্তির আবেদন ফরম বাবদ ৫০০/- (পাঁচশত) টাকার (অফেরত যোগ্য) বিনিময়ে অফিস চলাকালীন সময় (সকাল ০৮.০০টা থেকে বিকাল ০৪.০০টা) অধ্যক্ষ, টিএমএসএস নার্সিং ইন্সটিটিউট (টিএনআই) কার্যালয় থেকে ভর্তির আবেদন ফরম সংগ্রহ ও জমা করা যাবে। এছাড়া www.tmsshealth. com, ওয়েব সাইট থেকে ভর্তি আবেদন ফরম সংগ্রহ করা যাবে।
ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কোর্সে আবেদনপত্র দাখিল করার নিয়মাবলী
প্রার্থীদের এসএসসি/সমমান, এইচএসসি/সমমান পরীক্ষায় পাশের সার্টিফিকেট ও মার্কসিট/ ট্রান্সক্রিপ্ট এর সত্যায়িত ফটোকপি। সদ্য তোলা সত্যায়িত রঙিন পাসপোর্ট সাইজের ২ কপি ছবি ও নাগরিকত্ব সনদ পত্রের কপি এবং সরকারি অভিন্ন ভর্তি পরীক্ষার ফলাফল আবেদন পত্রের সঙ্গে দাখিল করতে হবে ।